সাতক্ষীরার আশাশুনি উপজেলার জামালনগরের ফুলতলা এলাকায় একটি কার্লভাট দেবে গিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। ফলে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জামালনগর ও কেয়ারগাতি গ্রামের শতাধিক পরিবার।
জানা গেছে, আশাশুনি-বড়দল সড়কের জামালনগর চক্ষু হাসপাতালের সামনে অবস্থিত ফুলতলা কার্লভাট দিয়ে উল্লিখিত দুই গ্রামের পানি নিস্কাশিত হতো। কিন্তু ভারী যানবাহনের চলাচল এবং টানা বৃষ্টিপাতে কার্লভাটটি ধসে পড়ে, যার ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায় এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়।
জলমগ্ন হয়ে পড়েছে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিলই।
সরেজমিনে দেখা গেছে, মানিকখালী ব্রিজ থেকে বড়দল বাজার পর্যন্ত সড়কের বেশিরভাগ কার্লভাট স্থানীয় জমির মালিকরা মাটির বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি করেছেন। পাশাপাশি, গোয়ালডাঙ্গা, গৈয়ের ধার ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে সড়কে বড় গর্ত তৈরি হয়েছে, যা যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের দুঃখ-দুর্দশা অবলোকন করে দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।