Print

Rupantor Protidin

শ্রীপুরে কালবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২৫ , ৫:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১২, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর সহযোগিতায় শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) সভাপতি খন্দকার আবু নঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাকিবিল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সি জয়নুল আবেদীন, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে র‍্যাফেল ড্র, বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।