যশোরে এনসিপির পথসভা
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধুমাত্র নির্বাচন নয়—দেশে জরুরি ভিত্তিতে বিচারব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার প্রয়োজন। তিনি বলেন, “বিচার সংস্কার ছাড়া জাতির সামনে গ্রহণযোগ্য কোনো নির্বাচন সম্ভব নয়। যারা এই সংস্কার ছাড়া ভোট আয়োজন করতে চায়, তারা আসলে নির্বাচনী ব্যবস্থাকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে।”
শুক্রবার (১১ জুলাই) যশোর শহরের জিরো পয়েন্টে দলটির জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ধ্বংস করা হয়েছে। সবকিছুকেই রাজনৈতিক প্রভাবের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন,
“আমরা চাই—পুলিশ, প্রশাসন কিংবা সেনাবাহিনী—সব প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করুক। কোনো দলের মুখাপেক্ষী নয়, বরং যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক।”
নাহিদ ইসলাম বলেন,
“আমরা এমন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে চাই যেখানে দুর্নীতি, দখলবাজি এবং স্বজনপ্রীতির কোনো স্থান থাকবে না।”
![]()
![]()
তিনি বলেন,
“কারও কথিত কোটি কোটি সমর্থক নিয়ে আমাদের ভয় নেই। ইতিহাস প্রমাণ করে—একজন সৎ ও আদর্শবান মানুষের নেতৃত্ব হাজারো জনতার শক্তির সমান হতে পারে।”
নাহিদ ইসলাম তার বক্তব্যে যশোর জেলার দীর্ঘদিনের স্বাস্থ্য ও অবকাঠামোগত সংকটের কথাও তুলে ধরেন। তিনি জানান,
“যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ এবং করোনারি কেয়ার ইউনিট এখনও পূর্ণভাবে চালু হয়নি। ফলে এখানকার মানুষ চিকিৎসার জন্য খুলনা বা ঢাকার ওপর নির্ভরশীল।”
এছাড়া তিনি ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং বলেন,
“দুর্নীতি, মাদক এবং স্থানীয় সেবাদানব্যবস্থার অব্যবস্থাপনার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হতে হবে।”
পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তর অঞ্চল) সারজিস আলম।
এতে বক্তব্য রাখেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবার দুপুরে যশোরের একটি হোটেলে এনসিপির জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সদস্য নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা এবং অন্যান্য নেতারা।