Print

Rupantor Protidin

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকার অনশন

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৫ , ১১:৩১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচ কমলাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক অন্তরের বাড়িতে অনশন করছে প্রেমিকা লতা খাতুন।

গত বৃহস্পতিবার বিকাল থেকে পাঁচ কমলাপুর গ্রামে স্কুল পাড়ার ওল্টুর ছেলে অন্তরের বাড়িতে অবস্থান করছে প্রেমিকা লতা খাতুন।

লতা খাতুন আলুকদিয়া ইউনিয়নের আনছার ক্যাম্প পাড়ার ইসরায়েল হোসেনের মেয়ে। প্রেমিক অন্তরের পরিবার বিষয়টি মানতে একে বারই নারাজ।

লতা খাতুন বলেন, অন্তরের সাথে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক। দুই বছরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি। গত ৬ ফেব্রুয়ারী আমি ও অন্তর ঝিনাইদহে একটি পার্কে বেড়াতে যায় স্থানীয় কিছু লোক আমাদের ধরে সেখানেই বিয়ে দিয়ে দেয়। এভাবেই কিছু দিন চলতে থাকে আমাদের সম্পর্ক।

অন্তর সেনাবাহিনীতে চাকুরি করে , অন্তর পরিবারের চাপে বেশ কিছুদিন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়ায় ছুটিতে বাড়ি এসেছে খবর পেয়ে আমি ওল্টুর ছেলে অন্তরের স্ত্রীর দাবিতে তার বাড়িতে অনশন করছি।

মেনে না নেওয়া পর্যন্ত একপাও নড়বো না আমি তার বাড়ি থেকে। প্রেমিক অন্তরের মা ফাতেমা খাতুনের অভিযোগ আমার ছেলেকে সে দিন পরিকল্পিত ভাবে সেখানে বেড়াতে নিয়ে যায় এবং ঐই মেয়ের আত্মীয় স্বজনের মাধ্যমে আটক করে মারধোর করে এবং মেরে ফেলার হুমকি দেয়।

আমার ছেলে সরকারি চাকরি করে। তাই পরিকল্পিত ভাবে সেখানে বেড়াতে নিয়ে গিয়ে জোর করে বিয়ে পড়িয়ে দেয়। সেই কারণে আমার ছেলে এই মেয়ের বিয়ে মানতে রাজি না।