Print

Rupantor Protidin

লোহাগড়ায় পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৫ , ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

শিক্ষার্থীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে প্রিয়া খানম (১২) নামে একজন মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রিয়া উপজেলার বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
সে স্থানীয় সারুলিয়া হাফেজিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, প্রিয়া তার ছোট ভাইসহ আশেপাশের কয়েকজন সমবয়সী শিশুদের সঙ্গে বাড়ির পাশে একটি মাছের ঘেরে গোসল করতে যায়।
গোসলের এক পর্যায়ে প্রিয়া পানিতে হাবুডুবু খেতে থাকে। পাশে থাকা অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে পানিতে ডুবে যায়। পরে তারা দ্রুত বিষয়টি প্রিয়ার পরিবারের সদস্যদের জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো: শরিফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইন প্রক্রিয়া শেষে ওই শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।