Print

Rupantor Protidin

এআরএফ বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৫ , ২:৪৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৫, ২:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

পররাষ্ট্র উপদেষ্টা

আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়ালালামপুরে ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আগামী ১২ জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।

এদিকে সোমবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. তৌহিদ হোসেন জানান, এআরএফ বৈঠকের পাশাপাশি মালয়েশিয়ায় সন্ত্রাসবাদ সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়েও দেশটির সরকারের সঙ্গে আলোচনা হতে পারে।

সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদের সবাই জঙ্গি কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাদের মধ্যে হয়তো একটি ছোট দলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। যদি কারো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়, আমরা মালয়েশিয়া সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করব।”