মাগুরার শ্রীপুর উপজেলায় শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সভাপতি রাখী ব্যানার্জী।
ইউনিসেফের সহায়তায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মেহতাজ আরা, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সদস্য গোলাম সরোয়ার, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, কমিটির সদস্য সুমন মজুমদার, এবং শিশু সুরক্ষা সমাজকর্মী অভিজিৎ সরকারসহ অন্যরা।
সভায় উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে শিশু সুরক্ষা কমিটি গঠন এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা ভবিষ্যতে মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে শিশুদের অধিকতর নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।