Print

Rupantor Protidin

সাতক্ষীরায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২৩ , ৮:৫৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৬, ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরাসহ সারাদেশের বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে সাতক্ষীরায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমানে সাতক্ষীরা- ২ আসনের আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার বিভিন্ন সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়। সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় নৌকার ভোট চান। শান্তি সমাবেশ শেষে ৫ হাজারের বেশি মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি নিয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাইপাস সড়ক হয়ে নিউ মার্কেটে এসে শেষ হয়।

সমাবেশ উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ আওয়ামিলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।