Print

Rupantor Protidin

মহেশপুরে অফিসে ঢুকে রিপনকে মারপিট,অফিসের মালামাল ও টাকা লুট

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৫ , ৭:১৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

মারপিট

ঝিনাইদহেগর মহেশপুরে কোহিনুর ক্যামিক্যাল,আকিজ ফুড এন্ড বেভারেজ ও অলেম্পিক বিস্কুটের ডিলার অফিসে ঢুকে মালিক আনিসুর রহমান রিপনকে পিটিয়ে অফিসের মালামাল ও টাকা লুটের ঘটেনা ঘটেছে।

এ ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে মহেশপুর শহরের পশুহাসপাতাল পাড়ার মোড়ে। থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, পুর্ব শত্রুতার জের ধরে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামের হিরো, সেতু,কামরুল হাসান রতন,শহিদুল ইসলাম,কুরবান আলীসহ ১৫/১৬ জনের একটি দল সোমবার রাত ৮টার দিকে মহেশপুর শহরের পশুহাসপাতাল পাড়ার মোড়ে কোহিনুর ক্যামিক্যাল,আকিজ ফুড এন্ড বেভারেজ ও অলেম্পিক বিস্কুটের ডিলার অফিসে ঢুকে মালিক আনিসুররহমান রিপনকে পিটিয়ে আহত করে অফিসের মালামাল ও অফিসের ডয়ারে থাকা টাকা লুট করে নিয়ে যায়।
আহত আনিসুর রহমান রিপন জানান, অমি অফিসে বসে থাকা অবস্থায় রাত ৮টার দিকে পুর্ব পরিকল্পিত ভাবে আমার অফিসে ঢুকে আমাকে পিটিয়ে আহত করে অফিসের মালামাল ও অফিসের ডয়ারে থাকা টাকা লুট করে নিয়ে গেছে।
এঘটনায় আনিসুর রহমান রিপন বাদি হয়ে মহেশপুর থানায় হিরো, সেতু,কামরুল হাসান রতন,শহিদুল ইসলাম,কুরবান আলীসহ ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।