Print

Rupantor Protidin

জলাবদ্ধতা-ভূমিধস একসাথে!

৩ বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২৫ , ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৬, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

আগামী ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

রোববার (৬ জুলাই) আবহাওয়াবিদ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এছাড়া, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, দেশের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।