Print

Rupantor Protidin

মেহেরপুরে উল্টো রথযাত্রা উৎসব পালিত

প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৫ , ১০:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৫, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে এ রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণেই গিয়ে শেষ হয়।

উৎসবে অংশ নেন শত শত ভক্ত। ঢাক-ঢোল ও কীর্তনের তালে তালে তারা খালি পায়ে রথের রশিতে টান দেন। শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভক্তরা প্রার্থনা করেন দেশের মঙ্গল ও সকলের কল্যাণের জন্য। শিশু, নারী ও বৃদ্ধসহ সব বয়সী ধর্মপ্রাণ মানুষ এতে অংশগ্রহণ করেন।

রথযাত্রার আগে মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা এবং শেষ পর্বে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা সম্পন্ন হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেক মানুষ এতে অংশগ্রহণ করে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

উৎসব ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রথযাত্রায় অংশ নেন হরিসভা মন্দিরের সভাপতি বিকাশ সাহা, সহ-সভাপতি বিধান চন্দ্রনাথ, সাধারণ সম্পাদক কিশোর পাত্র, সহ-সাধারণ সম্পাদক মদন কর্মকারসহ হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ।