Print

Rupantor Protidin

টেক্সাসে ভয়াবহ বন্যা, সামার ক্যাম্পের ২০ মেয়ে শিক্ষার্থী এখনও নিখোঁজ

প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৫ , ৮:৪৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৫, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

টেক্সাসে ভয়াবহ বন্যা

টেক্সাসের কের কাউন্টিতে আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গুয়াদালুপ নদীর তীরে অবস্থিত একটি গ্রীষ্মকালীন মেয়েদের ক্যাম্প থেকে এখনও ২০ জন মেয়ে শিক্ষার্থীর কোনো খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে অভিযান জোরদার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করে নদীর পানি ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় ক্যাম্পটি বন্যার কবলে পড়ে। মাত্র দুই ঘণ্টারও কম সময়ে পানি ২০ ফুটের বেশি উচ্চতায় উঠে আসে। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, কের কাউন্টির ‘ক্যাম্প মিস্টি’তে ২০ জনেরও বেশি মেয়ে নিখোঁজ রয়েছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, নিখোঁজদের খুঁজে বের করতে রাতেও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকাজে হেলিকপ্টার, ড্রোন, নৌকা এবং ২০০ জনেরও বেশি কর্মী অংশ নিচ্ছেন।

এখন পর্যন্ত প্রায় ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং অনেককে হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কেরভিল শহরের পুলিশ বিভাগ জানিয়েছে, তাদের দলগুলো রাতভর কাজ করে যাচ্ছে এবং তারা অঙ্গীকার করেছে, শেষ নিখোঁজ ব্যক্তিটিকে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। এক ফেসবুক পোস্টে পুলিশ বিভাগ জানায়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ উদ্ধারকাজে সহযোগিতা করতে ছুটে এসেছেন।

শুক্রবার ভোরে মধ্য টেক্সাসের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টির কারণে এই ভয়াবহ আকস্মিক বন্যা সৃষ্টি হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্যোগকে ‘ভয়াবহ’ হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বন্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।