Print

Rupantor Protidin

পাইকগাছায় চেতনা নাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, হাসপাতালে একই পরিবারের ৫ জন!

প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৫ , ৭:২৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৫, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনার পাইকগাছায় খাবারে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে এক পরিবারকে অচেতন করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের ৫ সদস্য বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সঙ্গে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক দ্রব্য মিশিয়ে দেয় বলে তারা সন্দেহ করছেন।
পরবর্তীতে পরিবারের তিনজন ও দুইজন মেহমান ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন।
রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ১২ ভরি সোনা, দেড় লাখ টাকা, জমির দলিল, ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল লুট করে নেয়।

পরদিন (শুক্রবার) সকালে জ্ঞান ফিরলে দেখা যায়, ঘরের গেট ও আলমারির তালা ভাঙা এবং মূল্যবান সামগ্রী ও কাগজপত্র চুরি হয়ে গেছে।

চিকিৎসাধীনরা হলেন:

  • মোঃ ইলিয়াস গাজী

  • তার স্ত্রী নাছিমা আক্তার

  • গৃহকর্মী জাহানারা

  • মেহমান মোঃ ফারুক সানা (সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, চক-বড়ভোড়িয়া জামে মসজিদ)

  • আব্দুর রশিদ মোড়ল (সাধারণ সম্পাদক, একই মসজিদ)

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ জানান,

“অজানা বিষক্রিয়ায় আক্রান্ত পাঁচজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।”

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ বলেন,

“ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।