Print

Rupantor Protidin

পাইকগাছায় বনবিবি’র বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৫ , ৭:১০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৫, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গাছ লাগাই- পরিবেশ বাঁচাই “ প্রতিপাদ্যে’র আলোকে শনিবার(৫ জুলাই) বিকাল ৫টায় উপজেলার হিতামপুর ও বোয়ালিয়া ব্রিজ রোডে প্রধান অতিথি হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম।
পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরি রানী সাধু, দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন,জুই, মাসুমা পারভীন,গনেশ দাশ,কার্তিক বাছাড়।