Print

Rupantor Protidin

আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৫ , ৮:২৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

জামায়াতের খাবার বিতরণ

আশাশুনিতে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দরিদ্র, অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলাম।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সদরের আল. ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাও. আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাও. রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারী মাও. শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারী মাও. আব্দুল হাই, সাবেক মেম্বর ইয়াকুব আলী সানা, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম, আই বি ডব্লিউ এফ এর অর্থ সম্পাদক সাংবাদিক ইয়াছিন আরাফাত, সাবেক ছাত্র শিবির নেতা শেখ আরিফুল্লাহ সিদ্দিকী প্রমুখ।
সবশেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।