Print

Rupantor Protidin

সাতক্ষীরার ধুলিহরে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৫ , ২:৫৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ

Sheikh Kiron

পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

সাতক্ষীরায় বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় ভ্যানচালক সুলতান আলী (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় উদয় ঢালী নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) ৮ ঘটিকার সময় সাতক্ষীরা আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত সুলতান আলী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

আহত উদয় ঢালী জানান, তিনি কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে সুলতান আলীর ভ্যান যোগে সাতক্ষীরা আসছিলেন। দহাকুলা ইটের ভাটার মোড়ে পৌঁছালে পিছন থেকে বেপরোয়া গতিতে পিকআপ এসে তাদের ভ্যানে ধাক্কা দেয়। এ সময় চালক সুলতান আলী ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে, তখন পিকাপ ভ্যানটি সুলতান আলীকে চাকার নিচে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনা ঘটার পরেই পিকআপ ভ্যানটি রেখে চালক কৌশলে পালিয়ে যায়। এবংআহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো বলেন, সাতক্ষীরা-আশাশুনি সড়কের বিভিন্ন জায়গায় অনেক গর্ত হওয়া কারণে, বিশেষ করে ব্রহ্মরাজপুর হেলালের ভাটার মোড়ে রাস্তার মাঝে ছোট বড় অনেকগুলো গর্ত তৈরি হওয়ার কারণে এই দুর্ঘটনা সংগঠিত হয়।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহাতের মরা দেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। কিন্তু চালক দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পালিয়ে গেছে।