যশোরের ঝিকরগাছা উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একই পরিবারের তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—গদখালী গ্রামের জামাত হোসেনের মেয়ে রিপা খাতুন (২৬), তাঁর মা রাহেলা বেগম (৪৮) ও ভাই ইয়ানূর (৮)। তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ভাষ্য, মঠবাড়ি গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের বাড়ির কাজের লোক জসিম উদ্দিন কিছুদিন ধরে স্বামী পরিত্যক্তা রিপা খাতুনকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা প্রস্তাব প্রত্যাখ্যান করলে জসিম ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে রিপার বাড়ির জানালা দিয়ে এসিড ছুড়ে পালিয়ে যায়।
যশোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ বলেন, দগ্ধদের মধ্যে রিপা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।