Print

Rupantor Protidin

কেশবপুর পৌরসভার সাবেক মেয়র রফিক আটক

প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৫ , ৮:০৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২, ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুর পৌরসভার সাবেক মেয়র রফিক আটক

যশোরের কেশবপুর থানা পুলিশ কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়লকে আটক করেছে। তিনি পৌর এলাকার ভবানীপুর গ্রামের শামছুদ্দীন মোড়ল ওরফে সোনু মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার দুপুরের দিকে কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়ল ভবানীপুর গ্রামস্থ নিজ বাসভবনে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁর বাসভবন ঘেরাও করে রাখে ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের নির্দেশে একদল পুলিশ তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে গা ঢাকা দেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামকে তাঁর বাসভবন থেকে আটক করা হয়েছে। তাঁর নামে একাধিক মামলা রয়েছে।