Print

Rupantor Protidin

প্রকল্পের চারা কাগজে আছে, বাস্তবে নেই

প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৫ , ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

চারা রোপন

যশোরের মনিরামপুরে ১৭ টি ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির চারা রোপনের জন্য তিন লাখ টাকার একটি প্রকল্প নিয়েছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তর। গেল সোমবার ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছি। পিআইও ব্যাংক থেকে প্রকল্পের সব টাকা উত্তোলন করলেও ইউনিয়ন পরিষদগুলোতে এখনো কোন চারা পৌঁছায়নি। ফলে প্রকল্পের গাছ কাগজে থেকে গেছে, বাস্তবে তার দেখা মেলেনি।

সরেজমিন ঘুরে ও উপজেলার রোহিতা, কাশিমনগর, ঢাকুরিয়া, খেদাপাড়া, শ্যামকুড় ও নেহালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলে চারা না পৌঁছানোর তথ্য পাওয়া গেছে।
খেদাপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিম বলেন, পরিষদ চত্বরে চারা রোপণের জন্য এক মাস আগে আমার কাছে পিআইও অফিস থেকে তালিকা চাওয়া হয়েছিল। আমি পছন্দের চারার তালিকাও দিয়েছি। এরপর আর পিআইও দপ্তর থেকে কোন যোগাযোগ করেনি। কোন প্রকার চারা আমরা পাইনি।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ১ম ও ২য় পর্যায়ে উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ চত্বরে গাছ রোপণের জন্য তিন লাখ টাকা বরাদ্দে একটি প্রকল্প হাতে নেয় পিআইও অফিস। কোন জনপ্রতিনিধিকে প্রকল্পের দায়িত্ব না দিয়ে পিআইও সাইফুল ইসলাম নিজেই এ কাজের দায়িত্ব নেন। চলতি বছরের ১২ মার্চ প্রকল্পের তালিকা স্বাক্ষর করেছেন জেলা প্রশাসক, ইউএনও এবং পিআইওসহ অন্য কর্মকর্তারা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জনপ্রতিনিধি বলেন, পিআইও অফিস প্রতিবছর এমন ভুয়া প্রকল্প দেয়। এরপর কাজ না করে সেই টাকা তাঁরা নিজেরা হাতিয়ে নেন।
মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম বলেন, একটি ইউনিয়নে বিতরণের মাধ্যমে চারা বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন পরিষদগুলোতে চারা পাঠানো হবে।