Print

Rupantor Protidin

কালিগঞ্জে চৌমুহনী হাট কমিটির সভাপতির উদ্যোগে ৫টি সিসি ক্যামেরা স্থাপন

প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২৫ , ৬:৪৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

সিসি ক্যামেরা স্থাপন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী হাটের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের লক্ষেই পৃথক ৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চৌমুহনী হাট এলাকায় নজরদারি বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করেন চৌমুহনী ভাই ভাই এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ও অত্র হাট কমিটির সভাপতি আব্দুল কাদের মোড়ল। তিনি সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে চৌমুহনী হাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তার এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বাজার কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ জানিয়েছেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ছিনতাই ও অপ্রীতিকর ঘটনাসহ ঝুঁকি কমবে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলেও তারা আশাবাদ প্রকাশ করেন।

উল্লেখ্য, আব্দুল কাদের মোড়ল এর আগেও বাজারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে প্রশংসিত হয়েছেন। এবার তার ব্যক্তিগত এই উদ্যোগ স্থানীয়দের কাছে নিরাপত্তা সচেতনতার ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।