Print

Rupantor Protidin

শ্যামনগরে মাদক সেবনের দায়ে কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৫ , ৫:২৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ

Sheikh Kiron

কারাদণ্ড

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাঁজা সেবনের দায়ে মনির হোসেন বাপ্পি (২২) ও আরিফুল ইসলাম (২৫) নামে দুই যুবককে ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯ টার সময় নওয়াবেঁকী ফেরিঘাটের সামনে গাঁজা সেবনের সময় স্থানীয় জনতা তাদেরকে ধরে থানা পুলিশকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত হয়ে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে বাপ্পিকে ৫ দিন ও আরিফুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গাঁজা সেবনকারী দুই যুবক হলেন, যশোর জেলার নাভারণ শার্শা উপজেলার উত্তর ব্রুজ বাজার গ্রামের মৃত আব্দুল মজিদ গাইন এর ছেলে মনির হোসেন বাপ্পি (২২) ও শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ছবিঃ ভ্রাম্যমান আদালতে কারাদন্ডপ্রাপ্ত দুই যুবক।