Print

Rupantor Protidin

লাইসেন্সের যোগ্যতা নেই, তবুও আগ্নেয়াস্ত্র রেখেছেন উপদেষ্টা আসিফ!

প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৫ , ১১:৪৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ

রূপান্তর প্রতিদিন

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র রাখার দাবি করলেও তার লাইসেন্স প্রাপ্তি প্রক্রিয়া নিয়ে সরকারের অস্ত্র নীতিমালার শর্ত পূরণ করেছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ রবিবার (২৯ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ। রাতে এক ফেসবুক পোস্টেও উপদেষ্টা আসিফ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন।

ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের সরকারি নীতিমালা অনুযায়ী সাধারণ যোগ্যতা হলো- (ক) আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে; (খ) শারীরিক ও মানসিকভাবে সক্ষম ৩০ থেকে ৭০ বছরের মধ্যে কোন উপযুক্ত/যোগ্য ব্যক্তিকে তার আবেদনকৃত পরিবীক্ষিত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া যাবে; (গ) আবেদনকারীর ‘ব্যক্তি শ্রেণির’ আবেদনকারি হতে হবে; (ঘ) আবেদনকারী কর্তৃক আবেদনের পূর্ববর্তী ৩ (তিন) কর বছরের ধারাবাহিকভাবে পিস্তল/রিভলভার/রাইফেল এর ক্ষেত্রে ন্যূনতম ৩ (তিন) লাখ টাকা এবং শটগানের এর ক্ষেত্রে ন্যূনতম ১ (এক) লাখ টাকা আয় দিতে হবে। আবেদনকারী কর্তৃক পরিবীক্ষিত আয়ের পরিমাণ উল্লেখসহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে।

১

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ২৫ বছর।উপদেষ্টা আসিফ মাহমুদ এইসব শর্ত পূরণ না করেও আগ্নেয়াস্ত্র রাখার বিষয়ে জাতির কাছে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এ বিষয়ে রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, উপদেষ্টা আসিফ জানিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র আছে, সে কারণে ধন্যবাদ। তবে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে, আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলি পূরণ করতে হয়।তিনি বলেন, ‘আসিফের বয়স হয়তো ৩০ অতিক্রম করেছে, তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তীর তিন বছর, ধারাবাহিকভাবে প্রতিবছর তিন লক্ষ টাকা (পিস্তল/রিভলবার/রাইফেলের ক্ষেত্রে) অথবা, প্রতিবছর এক লক্ষ টাকা—শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ডসহ, এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ‍্যবাধকতা আছে, সেটা কি পূরণ করেছেন?’

তিনি আরও বলেন, ‘অবশ‍্য আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই সেটা বের করা সহজ হয়ে যাবে। আর যদি বিশেষ কারণে—মন্ত্রী পদমর্যাদা হওয়ার কারণে আয়কর ক্লজ থেকে রেহাই পেয়ে যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন? কোথায় থেকে অস্ত্র কিনলেন, সেসবও একটু আমাদের জানালে ভালো হয়।’