Print

Rupantor Protidin

পাইকগাছায় ৩ জুয়াড়ি সহ ৬ জন আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৫ , ৮:৩৮ অপরাহ্ণ | আপডেট: জুন ২৯, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

আসামি গ্রেফতার

পাইকগাছায় ডি সার্কেলের তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৃথক অভিযান চালিয়ে শনিবার রাতে ৩ অনলাইন জুয়াড়ি এবং পরোয়ানা ভূক্ত ৩ আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। অনলাইন জুয়ার আসামীরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলে আসতেছে বলে স্বীকার করে। আসামীদের পাইকগাছা থানার মামলা নাম্বার ১০(৪)২৫। আসামীরা হলেন (১) মোহাম্মদ জাহিদুল ইকবাল জয় (২৬) পিতা মৃত:-শেখ রুহুল কুদ্দুস রাজ,সাং হাউলী (২) রফিকুল ইসলাম সাগর(২৮)
পিতা :-মৃত তোরাব আলী সান রেজাকপুর (৩) মোহাম্মদ ইকবাল হোসেন (৩২) পিতা:- সিরাজ গাজী সাং :-রামচন্দ্রনগর নাবা সর্ব থানা:- পাইকগাছা জেলা খুলনা এবং পরোয়ানা ভূক্ত আসামি (৪) মোহাম্মদ শারাফাত সানা পিতা:- মৃত ভক্ত জামাল সানা সাং :-ফতেপুর এক বছরের সাজাপ্রাপ্ত (৫) শফিকুল সরদার (৪৭)
পিতা:- মৃত শামসুর রহমান সরদা সাং :-সরণখালী (৬) মোহাম্মদ মফিজুল গাজী
পিতা :-জাহাবক্স গাজী সানা সাং:-কাটাবুনিয়া
সর্ব থানা :-পাইকগাছা জেলা :-খুলনাদের গ্রেফতার পূর্বক ২৯/০৬/২৫ তাং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।