Print

Rupantor Protidin

এশিয়া কাপের সূচি ঘোষণা ঘিরে ভারত-পাকিস্তান মুখোমুখির আগ্রহ

প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৫ , ৩:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুন ২৯, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ

Sheikh Kiron

এশিয়া কাপের

এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে আলোচনায় বসবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে শুরু হতে পারে প্রতিযোগিতা।

রাজনৈতিক বৈরিতা পেছনে ফেলে এবারও হয়তো এক মঞ্চে দেখা যাবে ভারত-পাকিস্তানকে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছয় দলের এই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এসিসি। জুলাইয়ের প্রথম সপ্তাহেই সূচি প্রকাশের চেষ্টা চলছে।

প্রথমে ভারতের মাটিতে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। এ বছর টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের খেলার কথা রয়েছে। ওমান ও হংকংকে এবার অন্তর্ভুক্ত করা না-ও হতে পারে।

এর আগে ২০২৩ সালে এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে, যেখানে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। সে বার ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল, যা নিয়ে সূচি তৈরির সমালোচনা হয়।

তবে এবার একাধিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। বিসিসিআই ও পিসিবি দুই পক্ষই একই গ্রুপে বেশি ম্যাচের পক্ষে নয়। এমনকি ভারতের কোচ গৌতম গম্ভীরও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিরোধী।

তবুও, নকআউট পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার পর কবে মাঠে দেখা যাবে দুই দলকে, তা জানা যাবে এশিয়া কাপের সূচি প্রকাশের পর। এখন পর্যন্ত কোনো দল এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়নি।