Print

Rupantor Protidin

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহুর নতুন প্রতিশ্রুতি: মধ্যপ্রাচ্য হবে মহান

প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৫ , ৩:২০ অপরাহ্ণ | আপডেট: জুন ২৯, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ

Sheikh Kiron

ডোনাল্ড ট্রাম্প

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান দুর্নীতি মামলার নিন্দা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। রোববার (২৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সামাজিকমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘‘আবারও ধন্যবাদ, ডোনাল্ড ট্রাম্প। একসাথে আমরা মধ্যপ্রাচ্যকে আবারও মহান করে তুলব।’’

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০১৯ সালে মামলা করা হয়, যা তিনি অস্বীকার করেছেন। ২০২০ সালে শুরু হওয়া এই বিচারে তিনটি ফৌজদারি মামলা রয়েছে।

শনিবার ট্রাম্প এক বক্তব্যে ইসরাইলি কৌঁসুলিদের তীব্র সমালোচনা করে বলেন, ‘‘ইসরাইলকে কোটি কোটি ডলারের সহায়তা দেওয়ার পর যুক্তরাষ্ট্র এ ধরনের মামলা মেনে নেবে না।’’

এদিকে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতও নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ এনেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৫৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া, লেবানন ও ইরানেও ইসরাইলি হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন।