Print

Rupantor Protidin

যশোর-৫ মণিরামপুর আসনে শহীদ ইকবালের মনোনয়ন চেয়ে

তারেক রহমানকে তাছাব্বুরের খোলা চিঠি

প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২৫ , ৭:১৭ অপরাহ্ণ | আপডেট: জুন ২৮, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

খোলা চিঠি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি খোলা চিঠি লিখেছেন মণিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাছাব্বুর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুর আসনে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মনোনয়ন চেয়ে গত ১৮ জুন, ২০২৫ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এ খোলা চিঠি লিখেন তিনি।
খোলা চিঠিতে তিনি লিখেছেন- জনাব, যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা মনিরামপুর বাসী দীর্ঘ দিন থেকে সৎ যোগ্য জনপ্রিয় একজন নেতার অনুসন্ধান করছিলাম , কিন্তু আজ সেই নেতার সন্ধান আমরা পেয়েছি । তিনি হলেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন ।

তিনি শুধুমাত্র একজন নেতা নয় , তিনি একজন সাধারণ মানুষ । তার বিশেষ গুনের মধ্যে একটি অসাধারণ গুণ রয়েছে,সেটি হল তিনি জনবান্ধব নেতা । জনগণের সেবায় সর্বদা নিজেকে বিলিয়ে দিয়ে থাকেন । ২৪ ঘন্টা জনগণকে মোবাইল সার্ভিস দিয়ে থাকেন । মানুষের বিপদে আপদে সর্বদা ছুটে যান । রাত দিন তার কাছে সমান । ঝড় বৃষ্টি শীত আঁধার রাতে জনগণের সুখ দুঃখের সাথী হয়ে থাকেন । যদি কেউ অসুস্থ হয়ে থাকে সাথে সাথে তার বাড়িতে ছুটে যান । তিনি একজন কর্মী বান্ধব নেতা । সর্বদা কর্মীদের খোঁজ খবর নিয়ে থাকেন ।

তার বিশেষ গুনের মধ্যে অন্যতম একটি গুন কেউ যদি ফোন করে তাকে সাথে সাথে রিসিভ করে । আর ফোন যদি ব্যস্ততার কারণে রিসিভ করতে না পারে তাহলে পরে ফোন ব্যাক করে । তার বিশেষনের শেষ নাই, সকল নেতাকর্মীর নাম তার মুখে থাকে,এটি একটি বিশেষ গুণ । সোনাতন ধর্মের লোকজন দের প্রতি রয়েছে তার অপরিসীম ভালোবাসা আর শ্রদ্ধা। সনাতন ধর্মের প্রতিটা অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে তাদের সাথে সুখ দুঃখের সাথী হয়ে থাকেন ।

বৃহত্তর মনিরামপুরের জনপদকে একটি প্লাটফর্মে নিয়ে আসছে , শুধুমাত্র এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন এর কারণে । সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী কর্মজীবী চাকরিজীবিদের আশা আকাঙ্ক্ষার বিশ্বাসের ঠিকানা একমাত্র তিনি । নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারের আস্থা ও ভালবাসার জায়গা তিনি করে নিয়েছেন । আর গনতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন ।

দলের দুর্দিনে বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে শক্ত হাতে দলকে পরিচালনা করেছেন । এই পরিচালনা করতে গিয়ে তিনি অনেক নির্যাতন জেল জুলুমের শিকার হয়েছেন । তারপর ও তিনি বিএনপির রাজনীতিকে মনিরামপুর এর বুকে আঁকড়ে ধরে রাখছে ।

এক কথায় বলা যায় মনিরামপুর বিএনপি মানে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল । মনিরামপুরের আকাশের উজ্জ্বল নক্ষত্র এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন । সোনা যেমন পুড়ে পুড়ে খাঁটি উজ্জ্বল হয় ঠিক তেমনি অনেক আন্দোলন ত্যাগ সংগ্রাম এর পর তিনি মনিরামপুর বাসীর কাছে আজ অতি আপনজন । সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর – ৫ , মনিরামপুর আসনে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মনোনয়ন পাওয়ার একমাত্র দাবিদার ।
চিঠিতে সবশেষে মণিরামপুরবাসীর পক্ষে উল্লেখ করে মোঃ তাছাব্বুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৫ মনিরামপুর আসনে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের জন্য মনোনয়ন চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আকুল আবেদন করেছেন।