Print

Rupantor Protidin

গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির আশা ট্রাম্পের

প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২৫ , ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: জুন ২৮, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যুদ্ধবিরতি

এক সপ্তাহের মধ্যে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো-রুয়ান্ডা চুক্তি উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানান, তিনি মনে করেন গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। তিনি বলেন, এ সংঘাত বন্ধের প্রচেষ্টায় জড়িত কয়েকজনের সঙ্গে তিনি কথা বলেছেন।

যুদ্ধবিরতি প্রসঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, যুদ্ধ শেষ করার যেকোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত। তবে ইসরাইলের পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধ তখনই শেষ হবে, যখন হামাস পুরোপুরি নিরস্ত্র ও বিলুপ্ত হবে। হামাস অবশ্য অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলে হামলা চালায়। ইসরাইলের তথ্যানুযায়ী, ওই হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলা ভয়াবহ খাদ্যসংকটের পাশাপাশি গাজা উপত্যকার প্রায় পুরো জনসংখ্যাকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বোমা হামলার পর গাজা সংঘাতের সমাধানে আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। ১২ দিনের সংঘাতের পর এই সপ্তাহের শুরুতে ইসরাইল-ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ট্রাম্প বলেন, “আমি মনে করি এটি (যুদ্ধবিরতি) প্রায় কাছাকাছি। যুদ্ধবিরতির প্রচেষ্টায় জড়িত কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি। আমরা আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে আমরা যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারব।”

তবে তিনি কার সঙ্গে কথা বলেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি। ইসরাইল-ইরান সংঘাতের সময় ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ করেছেন।

ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মন্তব্যের বাইরে আর কোনো তথ্য তাদের কাছে নেই।