Print

Rupantor Protidin

ভোট কেন্দ্রের যেকোন অনিয়ম মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: অধ্যাপক গোলাম কুদ্দুস

প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২৫ , ৯:৩৫ অপরাহ্ণ | আপডেট: জুন ২৭, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান পোলিং এজেন্ট প্রশিক্ষণ প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রধান পোলিং এজেন্ট প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এসব কথা বলেন।
এসময়ে উপজেলা সহকারী সেক্রেটারি ও নির্বাচন কমিটির সদস্য সচিব আহসান হাবীব লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, মণিরামপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, মণিরামপুর উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য আবু সালেহ মোঃ উবাইদুল্লাহ, মণিরামপুর পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল বারী। প্রধান পোলিং এজেন্ট প্রশিক্ষণ প্রোগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।