লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গিয়ে জমির আইল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা(৬৫) খুন হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা আবু সামা বৃহস্পতিবার নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের চাকা লেগে ভাতিজা হাশেমের জমির আইল ভেঙে যায়। যা নিয়ে চাচা ভাতিজার মাঝে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আপোষ করে দেন।
শুক্রবার দুপুরে ভাতিজা হাশেম আলীর বাড়িতে চাচা আবু সামা ও তার ছেলেসহ জমির আইল ভাঙ্গার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয়। এর এক পর্যায়ে ভাতিজা হাশেম আলী উত্তেজিত হয়ে চাচাকে আবু সামাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে ৩ জন কে আটক করে। মৃত আবু সামা’র লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, রক্তক্ষরনের কারনে হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন নবী বলেন, আমি নিজে সঙ্গীয় ফোর্স দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। ঘটনাস্থল থেকে ৩ জন কে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।