Print

Rupantor Protidin

শ্রীমঙ্গলে ১৯জনকে পুশিন করল বিএসেফ

প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২৫ , ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: জুন ২৬, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

বিএসেফ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশীকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এই ১৯ জন বাংলাদেশে প্রবেশ করে জাম্বুরাছড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অবস্থান করা অবস্থায় নেয়। পরে ৯৯৯ এ খবর পেয়ে ১৯ জনকে উদ্ধার করে তাদের থানা হেফাজতে নিয়ে আসে শ্রীমঙ্গল থানার পুলিশ। পুলিশ হেফাজতে থাকা ১৯ জন বাংলাদেশের শরীয়তপুর, যশোর, সাতক্ষীরা, নড়াইল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। তাদের পরিচয় নিশ্চিতে সবকিছু যাচাই-বাচাই পূর্বক তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন- মো. বিল্লাল (৫১), মরিয়ম (১৪), মো. মিলন শেখ (৩৫), মোছা. মুসলিমা খাতুন (৩০), শেফালী ইঞ্জিন মোস্ত্রা (৩৫), স্বর্না (১৫), আমির মোস্ত্রা (১৪), রিমা খাতুন (২৭), মো. আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫), মোছা. রুপালী বেগম (৩৫), শাহানারা খাতুন (৫০), আনোয়ার হোসেন (৪৫), কুলসুমা খাতুন (৪৫), মো. হযরত (১০), নুর হোসেন (১২), খোরশেদ আলম (৩১), তাসলিমা খাতুন (৩৫)।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে পুলিশ হেফাজতে আনা হয়। জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ভারতের মুম্বাই শহরসহ বিভিন্ন স্থানে কর্মরত ছিল। তাহাদের নাম ঠিকানা যাচাই পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।