Print

Rupantor Protidin

চোরেরা কৌশলে ঘরে থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে পালায়

ঝিকরগাছায় বসতবাড়িতে পরিকল্পিত চুরির অভিযোগ

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৫ , ৯:৪২ অপরাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মালিপাড়া গ্রামে একটি বসতবাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কৌশলে ঘরে ঢুকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং একটি লুঙ্গি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মো. নুর ইসলাম (৫৫) সাম্প্রতি ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৮ মে গভীর রাতে আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে চোরেরা তাদের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।

নুর ইসলাম জানান, চোরেরা তার ছেলে মো. ইয়াসিন (২২)-এর শয়নকক্ষে প্রবেশ করে প্রথমে ইয়াসিনের ব্যবহৃত প্যান্টের পকেট থেকে ড্রেসিং টেবিলের ড্রয়ারের চাবি নেয়। পরে সেই চাবি ব্যবহার করে ড্রয়ার খুলে গরু বিক্রির এক লাখ টাকা, ঘর নির্মাণের জন্য রাখা এক লাখ টাকা এবং দিনমজুর খরচের জন্য সংরক্ষিত ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এসময় তারা একটি লুঙ্গিও নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, এটি নিছক সাধারণ চুরি নয় বরং পরিকল্পিত একটি ঘটনা। তাদের ধারণা, এ চুরির সঙ্গে পূর্বপরিচিত কেউ জড়িত থাকতে পারে, যিনি বা যারা পরিবারের আর্থিক লেনদেন ও দৈনন্দিন জীবনের তথ্য সম্পর্কে অবগত।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, চুরির ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। একইসাথে, এমন ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা হীনতার অনুভূতিও তৈরি হয়েছে। এলাকাবাসী দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।