কপিলমুনিতে রাস্তার দাবীতে দীর্ঘ ৪৫ বছর পর জোর পূর্বক দোকান ঘর দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে প্রকাশ, কপিলমুনি বাজারের মেইনরোড সংলগ্ন নাছিরপুর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ১২৮৮ দাগের ৬ শতক জমিতে দোকানঘর নির্মাণ করে শান্তিপূর্নভাবে ব্যবসা বাণিজ্য করে আসছেন নগর শ্রীরামপুর গ্রামের আলহাজ্ব লিয়াকত আলী সরদার। সম্প্রতি দোকানঘর উঁচুসহ সংস্কার কাজ শুরু করা পর হঠাৎ একই গ্রামের আফতাব ও সোহরাব গং তাদের পিছনে ১২৮৪ দাগের জমিতে যাতায়াতের জন্য রাস্তার দাবীতে একটি দোকান ঘরের ৫-৬ ফুট জোর করে দখল করে নেয়। পরবর্তীতে তারা নির্বাহী আদালতে আবেদন করলে ওই জায়গায় আদালত ১৪৪ ধারা জারি করেন। কিন্তু আফতাব ও সোহরাব গং নিজেরাই ১৪৪ ধারার আইন অমান্য করে প্রশাসনের নাকে ডগায় উপরে বর্ণিত দোকান ঘরের সম্পূর্ন সম্মুখভাগ আনুঃ ১৪ ফুট দখলে নেন। ফলে তারা দোকান নির্মাণসহ ব্যবসা বাণিজ্য করতে না পারায় আর্থিভাবে ক্ষতির সম্মুখীণ হচ্ছেন।
প্রসংগত, প্রতিপক্ষরা ইতোপূর্বে যাতায়াতের জন্য আলহাজ্ব লিয়াকত আলী সরদারের নিকট থেকে ৪ ফুট জায়গা ক্রয় করে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়ে আসছিলেন, যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অবহিত রয়েছেন। কিন্তু তারা হঠাৎ অদৃশ্য কারণে অন্য শরীকদের বাদ দিয়ে শুধুমাত্র লিয়াকত আলী সরদারের জমির উপরে লোলুপ দৃষ্টি পড়ে।
লিখিত ওই অভিযোগে আলহাজ্ব লিয়াকত আলী সরদারের দাবী, আফতাব ও সোহরাব গংএর পিছনের জমিতে যাতায়াতের জন্য উত্তর পাশে জনৈক সাধন ভদ্রের রাইস মিলের পাশ দিয়ে ৬ ফুট চওড়া রাস্তা রয়েছে।
প্রশাসনের কাছে ভুক্তভোগীর দাবী, অনতি বিলম্বে সুষ্ঠু তদন্ত করে সৃষ্টি সমস্যা সমাধানের ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে সোহরাব বলেন, শরীকের সম্পতি, আমরা সামনের অংশে পাবো, কিন্তু লিয়াকত গং সামনে রেকর্ড করে আমাদের কবরখানার অংশে অর্থাৎ পিছনে জায়গা দিয়েছে।