Print

Rupantor Protidin

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় কর্মসুচি পালিত

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৫ , ৭:৪৪ অপরাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

বিশ্ব পরিবেশ দিবস

“প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার(২৫জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসুচির সূচনা হয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ও উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্তের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউল্লাহ।