Print

Rupantor Protidin

পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৫ , ৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ইয়াবা উদ্ধার

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২৫ জুন) ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া খাল এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল খায়রুল বলেন, বুধবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া খাল সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমার দিক থেকে কাপড়ের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্ত পেরিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। এতে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দিলে তারা সাথে থাকা ব্যাগটি ফেলে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে বলে জানান তিনি।