Print

Rupantor Protidin

কক্সবাজারে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মানসিক প্রতিবন্ধী যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আদমের দীঘি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

মৃত মোহাম্মদ লাদেন (৩০) চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার এজাহারুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘মোহাম্মদ লাদেন মৃগীরোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।’

ওসি জানান, বুধবার সকালে বদরখালী ইউনিয়নের আদমেরদীঘিতে অজ্ঞাত একজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা মৃতদেহটির পরিচয় শনাক্ত করেন।

মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শফিকুল ইসলাম।