Print

Rupantor Protidin

কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৫ , ১:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ইরানের প্রেসিডেন্ট

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২৪ জুন) এক ফোনালাপে তিনি এ দুঃখ প্রকাশ করেন। আমিরের দিওয়ান (কার্যালয়) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, “আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে হামলার লক্ষ্য কাতার বা কাতারের জনগণ ছিল না। এটি দেশটির জন্য কোনো হুমকি নয়।” পেজেশকিয়ান আরও বলেন, “কাতার একটি প্রতিবেশী, মুসলিম ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র এবং দুই দেশের সম্পর্ক সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও প্রতিবেশীসুলভ নীতির ভিত্তিতে টিকে থাকবে।”

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান ওই হামলায় মোট ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ১৮টি কাতারের প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করতে সক্ষম হয়।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন বাহিনীর পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার জবাবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

হামলার সময় কাতারের রাজধানী দোহা ও আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কাতারি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার আগেই আল উদেইদ ঘাঁটি খালি করে ফেলা হয়েছিল।

সূত্র: আল জাজিরা