Print

Rupantor Protidin

ঢাকুরিয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বাগতিক একাদশ

প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২৫ , ৮:৪৫ অপরাহ্ণ | আপডেট: জুন ২৪, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ফুটবল টুর্নামেন্টে

মণিরামপুরের ঢাকুরিয়া স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দেলুয়াবাটি ফুটবল একাদশকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ঢাকুরিয়া স্পোটিং ক্লাব।
‎
‎নক আউট ভিত্তিক এ খেলার প্রথমার্ধে যেমন তেমন দ্বীতিয়ার্ধে দেলুয়াবাটি ফুটবল একাদশকে চাপে রেখে আক্রমণ-পাল্লা আক্রমণ করে নির্ধারিত সময়ে ৪-১ গোলের ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকুরিয়া স্পোটিং ক্লাবের ফুটবল একাদশ।
‎
‎মঙ্গলবার ২৪ জুন বিকালে ঢাকুরিয়া মিনি স্টেডিয়ামে শেষ হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল, ঢাকুরিয়া বনিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকুরিয়া স্পোটিং ক্লাবের সভাপতি আবিদুর রহমান টুকুন, সাংবাদিক সাজ্জাদুল ইসলাম, শিক্ষক হাজ্জাজ বীন সুলাইমান, সমাজ সেবক আঃ সামাদ মোড়ল,সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মুন্না প্রমূখ।