Print

Rupantor Protidin

সাংবাদিক রানার পিতার ইন্তেকাল – দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২৫ , ৮:৪০ অপরাহ্ণ | আপডেট: জুন ২৪, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

ইন্তেকাল

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাবলা মেমোরিয়াল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুর হোসেন রানার পিতা মোকবুল হোসেন সরদার ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বুধহাটা গ্রামের মৃত ছাবের আলী সরদারের ছেলে।
মঙ্গলবার সকাল আনুমানিক ৫টায় বুধহাটা পুর্বপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন বাদ জোহর বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাওঃ অহিদুজ্জামান গাজী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডাঃ অপূর্ব মজুমদার, মাওঃ ইলিয়াস হোসেন, বুধহাটা ইউপি’র সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য আব্দুল করীম ঢালী, ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, যুবনেতা মোঃ মনিরুজ্জামান, ডাঃ এসকে রাজা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আছাফুর রহমান, ডাঃ লেলিন, বুধহাটা কওমী মাদ্রাসার সভাপতি তমিজউদদীন গাজী, রেজওয়ান আলী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ডাক্তার, রিপ্রেজেনটেটিভ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র ও ৫ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।