Print

Rupantor Protidin

আশাশুনি কলেজ ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২৫ , ৯:১৮ অপরাহ্ণ | আপডেট: জুন ২৩, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ছাত্রদলের কমিটি বাতিল

চিহ্নিত ছাত্রলীগ নেতাদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করায় আশাশুনি সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পদবঞ্চিতরা।
সোমবার সকালে আশাশুনি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পদবঞ্চিত নেতাকর্মী ও নবগঠিত কমিটির সংক্ষুব্ধ নেতৃবৃন্দ।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
নবগঠিত কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও ছাত্রদলের সাবেক সভাপতি আবু জাহিদ সোহাগ ও যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ।
কলেজ শাখার নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী ইমরান পলকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসাধারণ সম্পাদক নাবিল আহমেদ ও পদবঞ্চিত সানাউল হক নিরু ও হুমায়ূন কবির লিমন।
বক্তারা বলেন, আশাশুনি সরকারি কলেজ শাখার ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সুমন হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির বারি ৫ আগস্টের আগে ছাত্রলীগের চিহ্নিত কর্মী হিসেবে কাজ করেছে। যার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাঁটলেই পাওয়া যাবে। ছাত্রলীগের সন্ত্রাসীদের পূণর্বাসনের উদ্যেশ্যে কমিটি গঠন করে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনার অবমাননা করে চরম ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে। তাই অবিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন পদবঞ্চিত কর্মীরা।