Print

Rupantor Protidin

নড়াইলের লোহাগড়ায় তিলের ক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২৫ , ৮:৫১ অপরাহ্ণ | আপডেট: জুন ২৩, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ

Sheikh Kiron

কঙ্কাল উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (২৩জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় একটি বিলের মধ্যে তিল ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার দুপুরে বয়রা গ্রামের মো.সাখায়েত হোসেন কোলা গ্রামের বিলের মাঝে তিল কাটতে যায়। এ সময় তিনি একটি অজ্ঞাত নারীর কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল,মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক (সালোয়ার ও কামিজ) দেখতে পান। জমির বিভিন্ন অংশে অঙ্গ-প্রত্যঙ্গ গুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বিষয়টি লোহাগড়া পুলিশ কে জানালে তারা এসে তা উদ্ধার করে। লম্বা চুল ও নারীর পোশাক দেখে পুলিশসহ গ্রামবাসীদের ধারণা, এটি কোনো নারীর মরদেহ তবে এখন পরিচয় জানা যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি কংকাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর কঙ্কাল। আমরা সকল থানায় তথ্য প্রেরণ করছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।