Print

Rupantor Protidin

লোহাগড়ায় হত্যা মামলায় নিরীহদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২৫ , ৮:৪৩ অপরাহ্ণ | আপডেট: জুন ২৩, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নড়াইলের লোহাগড়ার শামুকখোলা গ্রামের সালমান খন্দকার নামে এক ব্যক্তির হত্যাকান্ডের জেরে গ্রামের নিরাপরাধ লোকজন কে আসামী করে হয়রানি করার প্রতিবাদ, ন্যায় বিচারের দাবি ও প্রকৃত খুনীদের খুজে বের করার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ২৩ জুন ) দুপুরে শামুকখোলা গ্রামের ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর উদ্যোগে লোহাগড়া-মানিকগজ্ঞ সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজী আব্দুল আলীম,ইউপি সদস্য সৈয়দ নবাব আলী,মোঃ মশিয়ার মোল্যা,কনা বেগম,সৈয়দ আহাদ আলী,কাজী ইমাম আহম্মেদ প্রমুখ।
ভুক্তভোগী কাজী আব্দুল আলীম বলেন,সালমান খন্দকার হত্যা ঘটনায় আমরা যারা আসামী হয়েছি তারা সব সময় সুষ্ঠু তদন্ত চাই। পুলিশ প্রশাসনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে সালমান খন্দকার হত্যার ঘটনায় কারা জড়িত তা দ্রুত বের করা সম্ভব হবে বলে তিনি জানান।
উল্লেখ্য,গত ৮মে রাতে অজ্ঞাত দূবৃর্ত্তরা শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকার কে কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী কাউলিডাঙ্গা গ্রামে কালু চেয়ারম্যানের ইট ভাটার কাছে ফেলে রেখে যায়। সকালে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।