Print

Rupantor Protidin

হরমুজ প্রণালী ইস্যুতে চীনের সহায়তা চাইল যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২৫ , ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: জুন ২৩, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

হরমুজ প্রণালী ইস্যু

পারস্য উপসাগরের মুখে অবস্থিত বিশ্ব তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের ইরানি পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রণালীটি খোলা রাখতে চীনের হস্তক্ষেপ কামনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

গত রোববার (২২ জুন) ইরানি পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধে একটি প্রস্তাব অনুমোদন করেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। দেশটির রাষ্টীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আল আরাবিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রণালী দিয়েই বিশ্বব্যাপী তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। এ পথ বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু‌ঁ হু‌ঁ করে বেড়ে যাবে এবং চীন, ভারত, জাপানের মতো প্রধান আমদানিকারক দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ প্রেক্ষাপটে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, “আমি বেইজিংয়ের চীনা সরকারকে আহ্বান জানাচ্ছি যেন তারা ইরানের সঙ্গে যোগাযোগ করে। কারণ চীন নিজেই এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল আমদানি করে।”
তিনি আরও বলেন, “যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে, সেটি হবে ভয়াবহ ভুল—এটি তাদের অর্থনৈতিক আত্মহত্যার শামিল।”

বিশ্লেষকরা বলছেন, ইরানি পার্লামেন্ট নয়, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মূলত দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর হাতে। তাছাড়া, ইরানের নিজস্ব তেল রপ্তানির প্রধান পথও এই প্রণালী হওয়ায় সেটি বন্ধ করা তাদের জন্যই বিপজ্জনক হবে।

উল্লেখ্য, ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের সময় উপসাগরে বাণিজ্যিক ট্যাংকারগুলো বারবার হামলার শিকার হলেও হরমুজ প্রণালী কখনোই সম্পূর্ণভাবে বন্ধ হয়নি।