Print

Rupantor Protidin

যুক্তরাষ্ট্রের হামলায় সৌদি উদ্বেগ, শান্তিপূর্ণ সমাধানে আহ্বান

প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২৫ , ২:২৪ অপরাহ্ণ | আপডেট: জুন ২২, ২০২৫, ২:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যুক্তরাষ্ট্রের হামলায় সৌদির বিবৃতি

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ জুন) এক সরকারি বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়,
“ইসলামি প্রজাতন্ত্র ইরানে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলার বিষয়টি সৌদি আরব গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।”

সৌদি আরব সব পক্ষকে সংযম বজায় রাখা, উত্তেজনা হ্রাস করা, এবং সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, রাজনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছে দেশটি।

প্রসঙ্গত, ইরানে মার্কিন বিমান হামলার আগে দুই সপ্তাহ সময় নিয়ে কূটনৈতিক আলোচনা চলছিল। তবে সে সময় পেরিয়ে যাওয়ার মাত্র দুদিন পর যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। দেশটি ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়।

এই হামলায় ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রের বি-টু স্টিলথ বোমারু বিমান।
বিশেষ করে ফোর্দো পরমাণু কেন্দ্রে ফেলা হয় এক ডজন বাঙ্কার বাস্টার বোমা, প্রতিটির ওজন ছিল প্রায় ৩০ হাজার পাউন্ড।
এছাড়া যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া হয় ৩০টি ক্রুজ মিসাইল, যেগুলো বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানে।