Print

Rupantor Protidin

ইরানের পারমাণবিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা, ট্রাম্প বললেন— ‘ফোর্দো শেষ’

প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২৫ , ২:১৩ অপরাহ্ণ | আপডেট: জুন ২২, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ

Sheikh Kiron

ইরানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি জানান, হামলাগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে অবস্থান করছে।

ট্রাম্প আরও একটি পোস্টে সংক্ষেপে লেখেন—“ফোর্দো ইজ গন”, অর্থাৎ “ফোর্দো শেষ।”

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন ভাষ্যকার এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, “এখন থেকে প্রতিটি আমেরিকান নাগরিক কিংবা সামরিক স্থাপনা এই অঞ্চলে বৈধ লক্ষ্যবস্তু।”

এদিকে সংবাদ সংস্থা রয়টার্স একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের বি-টু (B-2) স্টিলথ বোমারু বিমান ব্যবহৃত হয়েছে।

সূত্রঃ বিবিসি