Print

Rupantor Protidin

বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে সাংবাদিকদের সাথে মহাপরিচালকের অসহযোগিতা

প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২৫ , ৯:৫০ অপরাহ্ণ | আপডেট: জুন ২১, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে সাংবাদিকদের সাথে মহাপরিচালকের অসহযোগিতা

বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন। শনিবার (২১ জুন) বেলা পৌনে ৩টার সময় তিনি রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে বেনাপোল রেলস্টেশনে পৌঁছায়।
মহাপরিচালকের এ স্টেশন পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক অবস্থা, যাত্রী সেবার মান এবং স্টেশন ও ওয়ার্কশপের কার্যক্রম খতিয়ে দেখেন। যাত্রীদের সুবিধার্থে টিকেট কাউন্টার, ওয়েটিং রুম, প্ল্যাটফর্মসহ বিভিন্ন স্থাপনার অবস্থা পর্যবেক্ষন করেন। তিনি স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং যাত্রী সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
তবে, বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে অসহযোগিতামূলক আচরণ করেছেন। স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকরা তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে তিনি তাদের এড়িয়ে যান এবং অজ্ঞাতকারণে কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান।
স্থানীয়রা বলেন, বেনাপোল রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেল স্টেশন যা ভারতের সাথে রেল যোগাযোগের প্রধান প্রবেশ পথ হিসেবে বিবেচিত। তাঁরা বলেন, জনগুরুত্বপূর্ণ এ স্টেশনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, তাঁরা মহাপরিচালকের কাছে স্টেশনের উন্নয়ন পরিকল্পনা, যাত্রী সেবার মান, বেনাপোল রেলওয়ের জন্য নতুন অধিগ্রহণভুক্ত জমির পরিমাণ, স্থান ও আর্থিক বরাদ্ধ, নতুন রেল লাইন সংযোগ ও দূরত্ব, ভারত-বাংলাদেশ মৈত্রী ও বাণিজ্যিক রেল চলাচল এবং সীমান্ত এলাকায় রেল যোগাযোগের বিষয়ে জানতে চেয়েছিলেন। কিন্তু মহাপরিচালক সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ না দিয়ে নিজের দলবল নিয়ে স্টেশন এলাকা ঘুরে চলে যান।
বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, মহাপরিচালক স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কোনও প্রেস ব্রিফিং না করেই স্থান ত্যাগ করেন। এতে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। “একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ খুবই দুঃখজনক। গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে তাঁর এ ধরনের অসহযোগিতামূলক আচরণ কাম্য নয়।”
মহাপরিচালকের বেনাপোল স্টেশন পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রেলওয়ের একান্ত সচিব, প্রধান প্রকৌশলী (পশ্চিম), ডিজিএম (ঢাকা), ডিজিএম (পার্সনাল), সিওপিএস (পশ্চিম), সিসিএস (পশ্চিম) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরজ্জামান প্রমুখ।