Print

Rupantor Protidin

লিভার সিরোসিসে ইবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২৫ , ৯:২৩ অপরাহ্ণ | আপডেট: জুন ২১, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

ইবি শিক্ষার্থীর মৃত্যু

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা মারা গেছেন । শুক্রবার দিবাগত রাত ১টায় ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফি। তিনি জানান, শান্তার পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা তার মৃত্যুতে শোকাহত। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।

জানা গেছে, শান্তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন করা হয়। তবে এরপর আর তার জ্ঞান ফেরেনি।

এরআগে, গত সোমবার (১৬ জুন) ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরার পথে কুষ্টিয়ার বিত্তিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।