Print

Rupantor Protidin

ইরান-ইসরাইল সংঘাত থামাতে জাতিসংঘের জরুরি আহ্বান

প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২৫ , ৭:৫২ পূর্বাহ্ণ | আপডেট: জুন ১৯, ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৮ জুন) জাতিসংঘ সদর দফতরে এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। খবর আল-জাজিরার।

বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব ইসরাইল ও ইরানের সাম্প্রতিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি দ্রুত উত্তেজনা হ্রাস এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।’

গুতেরেস বলেন, ‘এই মুহূর্তে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সবচেয়ে জরুরি হলো সংযম ও কূটনৈতিক পদক্ষেপ। অতিরিক্ত সামরিক হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।’

বিশ্বজুড়ে যখন একের পর এক সংঘাত বাড়ছে, তখন জাতিসংঘের এ আহ্বানকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা।