Print

Rupantor Protidin

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে ইরান: খামেনির ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২৫ , ১০:৫২ পূর্বাহ্ণ | আপডেট: জুন ১৮, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসরায়েল ইরান যুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে খামেনি লেখেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।”

আলজাজিরা আরও জানায়, ‘হায়দার’ নামটি ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর আরেক নাম। শিয়া মুসলিমদের কাছে তিনি প্রথম ইমাম হিসেবে পরিচিত।

খামেনির এই বার্তা আসে এমন এক সময়ে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শীর্ষ নেতাকে লক্ষ্য করে একাধিক মন্তব্য করেন। এক পোস্টে ট্রাম্প বলেন,

“আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে এখনই হত্যা করবো না কিন্তু আমাদের ধৈর্য কমে আসছে।”

একই দিনে ট্রাম্প আরও দুটি বার্তা দেন। একটিতে তিনি বলেন, “ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।” অন্যটিতে লেখেন, (নিঃশর্ত আত্মসমাপর্ণ!)

তবে এসব হুমকির জবাবে খামেনি স্পষ্টভাবে জানান, ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে ইরান। তিনি বলেন, “আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমরা কঠোর জবাব দেব। ইহুদিবাদীদের কোনও দয়া দেখানো হবে না।”

এদিকে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো