Print

Rupantor Protidin

বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর আমিরুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া

প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২৫ , ৯:৩১ অপরাহ্ণ | আপডেট: জুন ১৭, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর

বেনাপোল পৌরসভার সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও সমাজসেবক আমিরুল ইসলাম (৬৫) আর আমাদের মাঝে নেই। মঙ্গলবার রাত (১৭ জুন-২৫) ১২টার সময় তিনি নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

আমিরুল ইসলাম ছিলেন বেনাপোল এলাকার এক সম্মানিত পরিবারের সন্তান। তার পিতার নাম মৃত ইমান আলী মন্ডল। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার প্রিয় স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী। তিনি বেনাপোল পৌরসভা ও স্থানীয় এলাকার একজন স্বীকৃত সমাজসেবক ছিলেন এবং এলাকার সেবায় নিবেদিত মন-মানসিকতার একজন নিরলস কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে তার
ছিলো নীবিঢ় সখ্যতা।

মঙ্গলবার বাদ জোহর বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে কাগজপুকুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয়রা বলছেন, আমিরুল ইসলাম শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক, সদালাপী এবং দায়িত্বশীল মানুষ। সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো, নানা সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও মানবিক সহযোগিতা ছিল তার ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য।

তার সহকর্মীরা জানিয়েছেন, কাউন্সিলর থাকাকালীন তিনি কখনো দায়িত্বকে এড়িয়ে যাননি। নীরবে-নিভৃতে কাজ করে গেছেন জনসেবায়, যা এখনো এলাকার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, “আমরা একজন প্রকৃত জনদরদী মানুষকে হারালাম। উনি ছিলেন মনের দিক থেকে অশেষ উদার ও ব— মনের মানুষ। তার জীবদ্দশায় তিনি ছিলেন কাগজপুকুর জামে মসজিদের দীর্ঘদিনের সফল সাধারণ সম্পাদক, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে নেতা, একইসাথে বিভিন্ন স্কুল-মাদ্রাসার নেতৃত্বে থেকে উন্নয়নে কাজ করেছেন।

তার মৃত্যুতে বেনাপোল পৌরসভা, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। অনেকেই সামাজিক
মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছেন এবং তার অবদানের কথা স্মরণ করেছেন শ্রদ্ধার সঙ্গে।

আমিরুল ইসলাম আজ নেই, কিন্তু তার দান, তার হাসিমাখা মুখ, তার মানুষের প্রতি ভালোবাসা তাকে চিরস্মরণীয় করে রাখবে বেনাপোলবাসীর হৃদয়ে। মরহুমের নামাজে জানাজায় ইমামতির পূর্বে এমনটি বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

একজন ভালো মনের মানুষ এই সমাজ থেকে বিদায় নিলেন, রেখে গেলেন ভালবাসা আর শূন্যতা। এমনটি বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপণ করেছেন।