ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন ইমরান হায়দার। তিনি বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। শিগগিরই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।
এর আগে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেন। তবে গত মে মাসে তিনি হঠাৎ দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন, যা ঘিরে নানা গুঞ্জন দেখা দেয়।
সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পাকিস্তান হাইকমিশন জানায়, সৈয়দ মারুফ ছুটি শেষে পুনরায় দায়িত্বে ফিরবেন। তবে শেষ পর্যন্ত তার বদলি নিশ্চিত হলো, এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন ইমরান হায়দার।